উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে ঘর বিতরণের কার্যক্রম শুরু

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে ঘর বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলী কে.এম.রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সি, আক্রাম হোসেন, সেকান্দার আলী, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ডাঃ দেলোয়ার হোসেন, এ্যাড: শহিদুল ইসলাম সহ অর্ধশত মুক্তিযোদ্ধা।

এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা করেন। আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং দেশকে উন্নত শিখরে পৌছাতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সঠিকভাবে যাচাই বাছাই করে ঘর বিতরণ করা হবে। উপজেলায় ৫১ জন হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে ঘর বিতরণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.