উজিরপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে যুবলীগ সম্পাদকসহ আহত ৫

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের বড়াকোঠায় মসজিদের কমিটিকে কেন্দ্রকরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রিন্সসহ ৩জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় অপর পক্ষেরও ২জন আহত হয়। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াকোঠা ভিটাবাড়ি জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি আব্দুর রব মল্লিক ও আফজাল হোসেন হাওলাদার ওরফে আফজাল কেরাণীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে রবিবার দুপুর ২টার সময় তাজুল ইসলামের বাড়ির সামনের ব্রীজের উপরে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার আফজাল হোসেন হাওলাদার (৬০), ইমরান হাওলাদার (২৫), রিয়াজ বেপারী (২৫), সোহাগ হাওলাদার (৩২), রফিক হাওলাদার (৩৭) সহ ১০/১৫ জন।

এতে গুরুতর আহত হয় বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম প্রিন্স (৩৫), কলেজ ছাত্র জুবায়ের ইসলাম জয় (২৩), পারভেজ মল্লিক (২৪)। অপর পক্ষের রফিকুল ইসলাম (৪০) ও মিনারা বেগম (৬০)।

জানা যায়, আজ সোমবার (৩ আগস্ট) ওই মসজিদের নতুন কমিটি হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে তাইজুল ইসলাম প্রিন্স বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সাবেক এক ছাত্রলীগ নেতার ইন্দনে আফজাল কেরাণীর নেতৃত্বে এহামলা সংঘটিত হয়।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় তাজুল ইসলাম প্রিন্স বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.