উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত নির্বাচিত হয়েছেন ইয়াছিন রাড়ী

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইয়াছিন রাড়ী মোরগ প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদন্ধি জোসনা বেগম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৯৩ ভোট।

আজ ২৫ জুলাই বৃহস্পতিবার গড়িয়াগাভা সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৭১৪ জন, ভোট কাষ্ট হয়েছে ১৩৩২ টি ভোট, বাতিল ভোটের সংখ্যা ১৫ টি। সকাল ১০টায় জোসনা বেগমের টিউবওয়েল প্রতীকের সমর্থকরা ভোট কেন্দ্রের বাহিরে ধারালো অস্ত্র লাঠী সোটা নিয়ে মোরগ প্রতীকের প্রার্থীর সমর্থকদের ধাওয়া করেন। এ সময় র‌্যাব, পুলিশের বিভিন্ন টিম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, নির্বাচনে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আলীমদ্দিন, অতিরিক্ত(পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার প্রসাশন মুহাম্মদ আঃ রকিব, র‌্যাব-৮ এর উপ-পরিচালক আবু হোসেন শাহারিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, পুলিশ পরিদর্শক মোঃ ফারুক হোসেন। উল্লেখ্য যে, ৩ মাস পূর্বে ওই ওয়ার্ডে ইউপি সদস্য মন্নান হাওলাদার মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.