উজিরপুরে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও মানবন্ধন

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে ব্র্যাক পল্লি সমাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পৌরসভার হানুয়া গ্রামের বাজার সংলগ্ন সড়কে ৫ নং পল্লী সমাজের সভা প্রধান পাখি বেগমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক মানববন্ধনে অংশগ্রহন করেন শত শত নারীরা।

পরে আলোচনা সভায় পাখি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ রিপন মোল্লা, এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা ফিরোজা বেগম, পল্লি সমাজের সম্পাদক খালেদা বেগম, কোষাধক্ষ্য জাহানারা বেগম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন “জমা পানির ক্ষমা নাই ঘর পরিস্কার হলে দেশ পরিস্কার হবে, ডেঙ্গু থেকে মুক্তি পাবে”। মশক নিধনের পাশাপাশি নিজবাড়ীর আশ-পাশ পরিস্কার রাখার অনুরোধ করেন এবং কোথাও কোন পানি জমা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

আরো বলেন সামান্য জ্বর হওয়ামাত্র হাসপাতালে ডেঙ্গু পরিক্ষা করতে হবে। নতুবা ভয়ংকর পরিস্থিতি হতে পারে। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির উপজেলা ব্রাক প্রতিনিধি নার্গিস পারভীন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.