উজিরপুরে বাল্য বিবাহের হিড়িক

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রশাসনকে ফাঁকি দিয়ে একের পর এক চলছে বাল্য বিবাহ। যেন দেখার কেউ নেই। বাল্য বিবাহ মুক্ত ঘোষনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষমতার দাপটে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে ঘটা করে বাল্য বিবাহ পড়াচ্ছে।

আইনে বাল্য বিবাহের বয়সের নীতিমালা থাকলেও তা উপেক্ষা করে অভিবাবকরা তাদের ছেলে মেয়েদের অপ্রাপ্ত বয়সেই ঢাক ঢোল পিটিয়ে সাজ সজ্জা করে বিবাহ দিচ্ছে। এ ছাড়াও বর্তমানে অহর অহর বাল্য বিবাহ ভিন্ন পন্থায় হচ্ছে।

অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের আদালতে গিয়ে উকিলের মাধ্যমে নামমাত্র নোটারী করে বাল্য বিবাহ পড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার শোলক ইউনিয়নের দামুদারকাঠী গ্রামের মৃত নুরুল হক সরদারের মেয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেধাবী ছাত্রী নিকিমনির বিবাহ হয় ধামুরা ৩নং ওয়ার্ডের আলম বেপারীর ছেলে শাওন বেপারীর (২০) সাথে।

বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বাদল হাওলাদারের ছেলে মশিউর রহমান (১৫) এর সাথে পাশের বাড়ীর ৫ম শ্রেনীর ছাত্রীর সাথে বাল্য বিবাহ হয়।

বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায় বাল্য বিবাহে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে তা এলাকার অধিকাংশ মা-বাবার জানা নেই। কতিপয় অভিবাবকরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান ইভটিজারদের ভয়ে অল্প বয়সে সন্তানদের বিবাহ দেয়া হচ্ছে।

এমনকী বিভিন্ন স্কুলে ৭ম/৮ম/৯ম শ্রেনীর একাধিক বিবাহিত ছাত্রীরা ক্লাস করছে। তারা নামে মাত্র লেখা পড়া করছে। বর শাওন বেপারীর মাতা বিলকিস বেগম জানান মেয়েদের বয়স কম হলে কিছুই যায় আসেনা।

আমার পুত্রবধু নিকিমনি ৭ম শ্রেণীতে পড়াশুনা করে। সে ছোট নয়। তবে এলাকায় জটিলতা দেখে আমরা কাজী ছাড়াই হুজুরের মাধ্যমে শরা পড়িয়েছি। পরে আদালতে উকিল দিয়ে নোটারী বিবাহ পড়ানো হয়েছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা এলাকার সাধারণরা।

এক প্রবীন শিক্ষক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে প্রশাসনের প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি প্রতিটি এলাকায় গণসচেতনা মুলক সভার আয়োজন অতিপ্রয়োজন।

আরো জানা যায়, বাল্য বিবাহের অধিকাংশ বিয়েই টিকছেনা। কিছুদিনের মধ্যেই সংসারে ফাটল শুরু হয়। মামলা মোকাদ্দমা জড়িয়ে জীবন তছনছ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বাল্য বিবাহের মত এই অভিশাপ ও গ্লানী ধুয়ে মুছে প্রতিটি পরিবারকে সজাগ ও সচেতন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনকে শ্রদ্ধা জানিয়ে তা বাস্তবায়নের লক্ষে বাল্য বিবাহ প্রতিরোধে উল্লেখ্যদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে এলাকার সচেতন মহল, উপজেলা নির্বাহী অফিসার ও উজিরপুর মডেল থানার ওসির সু-দৃষ্টি কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমরা তথ্য পাইনি, তবে বাল্য বিবাহের তথ্য পেলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.