উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির মানবন্ধন ও স্মারক লিপি প্রদান

উজিরপুর প্রতিনিধি:  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশ ব্যপী কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা শাখার নেতৃত্বে শত শত শিক্ষক-শিক্ষিকা মানবন্ধনে অংশগ্রহন করেন।

পরে পরিষদ চত্তরে সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গির কবির মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক বঙ্কিম চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার মন্ডল, সমবায় সম্পাদক কামাল হোসেন, সদস্য আসাদুজ্জামান হিরু, প্রধান শিক্ষক স্বদেশ বিশ্বাস, শিক্ষক মহিউদ্দিন, কৃষ্ণ ঘরামী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন প্রধান র্শিক্ষকের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১মত গ্রেডে বেতন নির্ধারনের দাবী বাস্তবায়িত করার লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর । তাই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি । এছাড়াও বক্তারা তাদের দাবী বাস্তবায়নের লক্ষে পরবর্তীতে ব্যাপক কর্মসূচির ঘোষনা দেন।

সভা শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদারের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.