উজিরপুরে প্রধানমন্ত্রীর দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ১৭ হাজার ৫জন অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ভবনের একযোগে উদ্বোধন করেছেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম, ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নবনির্মিত বাসগৃহ হস্তান্তর করেন মোঃ শাহে আলম এমপি।

বেলা ১২টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের তাছলিমা বেগমের বাসগৃহ হস্তান্তরের মধ্য দিয়ে উপজেলার ২০টি বাসগৃহ হস্তান্তর হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের টিআর কর্মসূচীর আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঘরপ্রতি ২ লক্ষ ৯৯ হাজার ৮শত ৬০ টাকা ব্যয়ে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.