উজিরপুরে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা
উজিরপুর প্রতিনিধি: যারা এদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তাদের সাথে আমাদের কোন আপোষ নেই। বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আমরা এখন ডিজিট্যাল বাংলাদেশে অবস্থান করছি। উজিরপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি বরিশাল নবাগত জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান একথা বলেন।
আজ ৪ নভেম্বর রবিবার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে সরকারি কর্মকর্তা,স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার, উজিরপুর আলহাজ্ব বি.এন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী , ওসি শিশির কুমার পাল, শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হেমায়েত উদ্দিন সরদার, ভোষ্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মহদেব দাস, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, স্কুল শিক্ষক এবং সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য একমাত্র দায়ী বাল্য বিবাহ। তাই বাল্য বিবাহ মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সকল জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন শৃঙ্খলার অবনতিকে নিয়ন্ত্রন করতে রাজনীতিবিদ সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আমি জেলা প্রশাসক হিসেবে নয় একজন সেবক হিসেবে কাজ করতে চাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.