উজিরপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

 

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন রোববার বেলা ১১ টায় উপজেলা শিকারপুর ইউনিয়নে মাদার্শী গ্রামে মুন্সীবাড়ী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানাজ আক্তার শেলির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক, বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রকল্প কমিটির সদস্য বিউটি খানম, উপজেলা তথ্য আপা কর্মকর্তা খাতুনে জান্নাত, তথ্য সহকারী লতা পান্ডে প্রমুখ। উঠান বৈঠকে ৫০ জন শিক্ষিত যুব মহিলা উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী পুরুষের সমতা আনয়নে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে তথ্য আপা প্রকল্প প্রনয়ন করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.