উজিরপুরে জ্ঞানের পাঠশালার আয়োজনে বসন্ত উৎসব পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী জ্ঞানের পাঠশালার আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক মূল্যবোধ ও অবক্ষয় রোধে দেশীয় সাংস্কৃতির মাধ্যমে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে ও কুসংস্কার মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উজিরপুরের প্রত্যন্ত অঞ্চলের এক ঝাঁক তরুণ – তরুণী মিলে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী জ্ঞানের পাঠশালা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য রাইসা রহমান উর্মি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ আরিফ মোল্লা এর পরিচালনায় বৃহস্পতিবার বিকালে ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির সভাপতি লামিয়া রহমান ডালিয়ার সভাপতিত্বে অনুভুতি ব্যাক্ত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির।
বরিশাল আব্দুর রব সেনিয়াবাদত টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জয় গোলদার, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক হোসনে আরা জাহান ইরানি, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুর রহমান জগলুল লস্কর , বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, গুঠিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মাসুদ পারভেজ,সরকারি বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ হালদার, মেহের নিগার বালিকা বিদ্যালয়ের সভাপতি লায়লা মাহমুদা লিলি, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাজী আফিফা আক্তার, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনিসুল হক খান,সহকারী শিক্ষক আরজু মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.ন.ম. লুৎফুর রহমান ও প্রমুখ।
এ সময় সকল আমন্ত্রিত অতিথিদের উত্তোরীয় পরিয়েদেন এবং পুরস্কারে ভূষিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.