উজিরপুরে জাতীয় শোক দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পন, র‌্যালী, আলোচনা সভা, কাঙালী ভোজ, দোয়া মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগীতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় আওয়ামীলীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পন করেন সংসদ সদস্যের পক্ষে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ, মডেল থানা, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের নবনির্মিত সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবউল্লাহ মজুমদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল প্রমুখ। বেলা ১টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র এ্যাড: সুভাষ চন্দ্র শীল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্য নির্বাহী সংসদের সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল-হাসান, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড: শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন যুগ্ম সম্পাদক এ্যাড: সালাউদ্দিন সিবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিউটি খানম, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক অমল মল্লিক প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এই দিনের এই নির্মম নিষ্ঠুর হত্যাকান্ড বাঙালীজাতী কখনও ভূলতে পারেনা। শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার ডিজিট্যাল বাংলাদেশ বির্নিমানে সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.