উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: “আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, মৎস্যা কর্মকর্তা শিমুল পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
এসময় বক্তারা কন্যাশিশুদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে সকলকে সোচ্চার ও সচেতন হওয়ার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.