উজিরপুরে গরীবের সেবক এক ভোলানাথ রাজুর গল্প

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সাধারণ মানুষের সেবক এক ভোলানাথ দাস রাজুর গল্প। দীর্ঘ ১০ বছর মানুষের পাশে থেকে অসহায় হতদরিদ্র শ্রমজীবি মানুষের সেবা করে যাচ্ছেন।
তিনি উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে সামান্য ভোটের ব্যবধানে নির্বাচিত না হলেও থেমে নেই তার সেবা কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় পবিত্র ঈদুল আযহা ও মহামারী করোনা ভাইরাস উপলক্ষে নিজ বাড়ির উঠানে ৪ গ্রাম গজালিয়া, সোনার বেগুন, তারাশিরা ও চকমানের শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ত্রাণ বিতরণ করেন। এ সময় সকলের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক মাক্স প্রদান করেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আদম আলী শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপুল রায়, দুলাল রায়, আল আমিন সরদার, জলিল বেপারী, আফসার মোল্লা, হেমায়েত শেখ প্রমূখ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, সহায় সম্বলহীল এই ভোলানাথ দাস রাজু নিজের কষ্টার্জিত উপার্জন ও বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ ১০/১২ বছর যাবৎ ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুর্গাপূজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ত্রাণ কার্যক্রমসহ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.