উজিরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি, পরিদর্শনে এমপি মেনন

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে ২০ মার্চ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘড় পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার রাত আড়াই টায় গাজিরপাড় বড় হাওলাদের বাড়ি সাইফুল ইসলাম রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মৃত কাদের হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার ও মৃত ইসমাইল
হাওলাদারের পুত্র সাইফুল হাওলাদার এর দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তাঘাট না থাকার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সময় মত পৌঁছাতে ব্যর্থ হয় এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে বেশি হয়ে দাঁড়িয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাশুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা , বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহিদুল ইসলাম মৃধাসহ অনেকে।
এমপি মেনন তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.