সংবিধানের আদেশ-নিষেধ অমান্যকারী বা নির্বাচন বানচালকারীদের প্রতিরোধ করুন : ভূমি মন্ত্রী

 

পিআইডি প্রতিবেদকভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সংবিধানের আদেশ নিষেধ অমান্যকারী বা আসন্ন জাতীয় নির্বাচন বানচালকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিরোধ করতে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত থাকবে।

আজ পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইউএস এইড ও ইউ কে এইড এবং ডেমোক্রাসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় পাবনা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন।

মন্ত্রী শনিবার শামসুর রহমান শরীফ আরও বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বিগত সময়ের মতো বাস জ¦ালিয়ে দেয়া, পেট্রোল বোমা মেরে যানবাহন ও মানুষ পুড়িয়ে মারা, পুলিশের অস্ত্র কেড়ে নেয়া এ ধরনের জঘন্য অপরাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ দৃঢ়তার সাথে এগুলো প্রতিহত করবে। ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর ঐক্য কোনো শান্তির ঐক্য নয়। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যের ভিত্তিতেই নির্বাচন হবে।

মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে এদেশের স্বাধীনতাকে বিপর্যয় ঘটানোর ষড়যন্ত্র চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সামরিক শাসন প্রবর্তনের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে গলাটিপে ধরা হয়েছিল। এতোসব বাধা বিপত্তির মাঝেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, মানবতার মা, বিশ^ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে মজবুত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কাকে আবারো জয়যুক্ত করে ক্ষমতাসীন করার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, সাইদুল হক চুন্নু, মো. শহীদুল্লাহ, এডভোকেট বেলায়েত আলী বিল্লু, তসলিম হাসান সুমন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক আফসানা বেবী, উপ-আঞ্চলিক সমন্বয়কারী মাসুদ আহমেদ, ৯টি পৌরসভার মেয়র, ৯টি উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.