উজিরপুরে ওপেন হাউজ ডে সভায়-অতিরিক্ত পুলিশ সুপার রকিব উদ্দিন

 

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও (পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন পি.পি.এম।

আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার ওটরা ইউনিয়নের মশাং বাজারে ওপেন হাউজ ডে সভায় উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পালের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান, তদন্ত ওসি মোঃ হেলাল উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান দিলিপ খন্দকার প্রমূখ।

এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সমাজের সকল শ্রেণি মানুষ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অহবান জানান। ওসি শিশির কুমার পাল বলেন স্থানীয়দের সহায়তায় ১ মাসের মধ্যে মাদকমূক্ত করা হবে এবং মাদক ব্যবসায়ের সাথে জড়িত ব্যাক্তি যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবেনা। তাদের ঠিকানা হবে জেল হাজতে।

এ ছাড়াও উজিরপুর মডেল থানার উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে চকমান মাদ্রাসা ও হাবিবপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নিয়ে সভা করা হয় এবং ভবানীপুরে উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.