উজিরপুরে এক জেলেকে এক মাসের কারাদন্ড, পচা মাংস বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে এক জেলেকে ১ মাসের কারাদন্ড এবং ১ লক্ষ মিটার জাল ভষ্মীভূত করা হয়। এ ছাড়া পচা গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা সন্ধ্যা নদীর উজিরপুর এলাকা থেকে মৃত কেরামত আলীর ছেলে আমির হোসেন কে ৫শ মিটার জাল ও নৌকাসহ অভিযান চলাকালীন নদী থেকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া সকালে উপজেলার ডাবেরকুল বাজার থেকে গরুর মাংস বিক্রেতা বানারীপাড়া উপজেলার চাখার এলাকার হালিম মল্লিকের ছেলে সফিকুল ইসলাম মল্লিক ও করম আলী সিকদারের ছেলে কামাল সিকদারকে পশু সংরক্ষণ আইন ২০১১ এর ২৪ ধারা মোতাবেক গরুর মাংস ভক্ষণে অনুপযোগি এবং অনিয়মতান্ত্রিকভাবে জবাই ও বিক্রয়ে কারণে ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মৎস্য অভিযান পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামান হোসেন, উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মৎস্য সংরক্ষণ আইন অমান্য করে মা ইলিশ নিধন করার কারণে বিকেলে আমির হোসনে নামক একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ১ লক্ষ মিটার জাল ভষ্মীভূত করা হয়। এ ছাড়া পশু সংরক্ষণ আইনে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.