উজিরপুরে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার পেলো সরকারি ৫০ হাজার টাকা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতায় আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়া দুই পরিবারের মাঝে সরকারি ভাবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
২৫ মার্চ বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কার্যালয়ে চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ২১ মার্চ রাত ১২ টায় হারতা বাজারের পূর্ব পাশে রমনী মাস্টারের বাড়িতে রাম হালদার ও প্রিয়া মন্ডলের টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী রাম হালদার ও প্রিয়া মন্ডলকে ২৫ হাজার টাকা করে দুজনের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.