ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন স্ব স্ব বিদ্যালয় থেকে তৈরী করে নেয়ার কথা থাকলেও তা উল্টো হচেছ

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন স্ব স্ব বিদ্যালয় থেকে তৈরী করে নেয়ার কথা থাকলেও তা উল্টো হচেছ।

বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা শাখা ভুক্ত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিচ্ছেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি জমশেদ আলীর সাথে কথা বললে তিনি বিটিসি নিউজকে বলেন, আমরা পরীক্ষার খাতা পৌঁছে দিচিছ , কিছু সাব সেন্টারে। সেখান থেকে আধা ঘন্টা আগে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হচেছ প্রশ্ন পত্র।

টাকা নেয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, টাকা নিচ্ছি সামান্য তাও যে সাবজেক্ট এর প্রশ্ন সে শিক্ষকের নিকট থেকে। এতে করে সাধান ছাত্র-ছাত্রীর অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.