কসবায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে এডভোকেসি সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান ইমন ও সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা নছিমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাদিউল ইসলাম।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আবু নেছার আবেদ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা দিলরুবা আক্তার। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থা সীমান্তিক এর ফিল্ড সুপারভাইজার নারগিস সুলতানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.