ঈদ উপলক্ষে ৫দিন আখাউড়া স্থলবন্দরে আমদানী- রফতানী বন্ধ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দরে পাঁচ দিন ও আখাউড়া স্থলবন্দরে ছয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন পণ্য আমদানী- রফতানী হবে না। যদিও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন থেকে দেয়া এক চিঠিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (০৪ আগষ্ট) পর্যন্ত বন্দরের আমদানী-রফতানীসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (০৫ আগষ্ট) থেকে বন্দরের আমদানী-রফতানী বানিজ্যসহ সকল কার্যক্রম চালু হবে।
এদিকে সরকারী ছুটির দিন ছাড়া আখাউড়া শুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে আগামী  মঙ্গলবার (০৪ আগষ্ট) পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানী- রফতানী কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (০৫ আগষ্ট) থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানী- রফতানী শুরু হবে।
তবে এ সময় ভারত-বাংলাদেশে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী নিজ দেশে গমনাগমন করতে পারবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.