ইসলামে কোনো ধর্মকে ছোট করে দেখার বিধান নাই : ধর্ম প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সহিংসতা হতে দেওয়া হবে না। ইসলাম ধর্মে কোনো ধর্মকে ছোট করে দেখার বিধান নাই। নবী করিম সা. ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মী সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, হিন্দু-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সবাই এই দেশের মানুষ। সবাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক ফজলুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ্ আল শাহীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.