ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।
উপজেলার আশ্রয়ন-২ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি।
মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূর্ণবাসনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রথম পর্যায়ে ৮৮ ও ২য় পর্যায়ে ক শ্রেনী ২শত ঘরের মধ্যে আজ সোমবার দুপুরে সদর ইউনিয়নের পচাবহলা, গাইবান্ধা ইউনিয়নের শাহপাড়া ও গোয়ালের ইউনিয়নের মহলগিরিসহ বিভিন্ন এলাকায় নির্মিত ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
পরে সুবিধাভোগীদের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরন শেষে গাছের চারা রোপন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম,সহকারী কমিশনার (ভ’মি) রোকনুজ্জামান খান,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.