ইসলামপুরে দরিদ্ররা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পবিত্র রমজান উপলক্ষে পলবান্ধা ও গাইবান্ধা অতিদরিদ্র, দুর্যোক্রান্ত, ভিক্ষুকসহ দু:স্থ পরিবাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জিআর ও ভিজিএফ কর্মসূচীর নগদ অর্থ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা ইউনিয়নে দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ৫শ পরিবারে ৫শত টাকা করে ২লাখ ২৫হাজার টাকা ও ৬ হাজার ২১৫জনের অনুকুলে ২৭ লাখ ৯৬ হাজার ৭৫০ টাকা এবং পলবান্ধা ইউনিয়নে ৪ হাজার ১০০জনের অনুকুলে ১৮ লাখ ৪৫ হাজার টাকা ও ৫শত টাকা করে ৫শত পবিারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী এই কার্যক্রম আগামী ১০ মে মধ্যে বিতরণ করার কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.