ইসলামপুরে থানা অফিসার্স ইনচার্জের বিদায় ও বরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর থানারর অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বদলী জনিত বিদায় ও নবাগত কর্মকর্তা মাজেদুর রহমানকে বরণ অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার  উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্ব করেন।
এ সময় স্মৃতিচারণ করে  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সহকারি কমিশনার( ভূমি) রোকনজ্জামান খান,সদ্য বিদায়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।।
পরে ক্রেস্ট দিয়ে নবাগত অফিসার ইনচার্জকে বরণ ও বিদায় দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.