ইসলামপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বৃহস্পতিবার পৌর এলাকার দরিয়াবাদ,ধর্মকুড়া বাজারে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
পৌর শহরে নিয়োগকৃত এস এম জাকারিয়া মাহমুদ,হুসনি মোবারক উজ্জল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, বিশু শেখ সহ এই ৪জন ডিলারের মাধ্যমে প্রতিদিন নির্ধারিত চারটি স্থান হতে ৮ মেঃটন চাল ১হাজার ৬শ পরিবারের মাঝে বিতরণ করা হবে।প্রতি ডিলার মাথাপিছু সর্বোচ্চ ৫কেজি চাল ৩০টাকা দরে সপ্তাহে ৫ দিন ক্রয় করতে পারবেন সুবিধাভোগীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল,পৌর মেয়র আঃ কাদের শেখ, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.