ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: সংযত হওয়ার আহবান ম্যাঁক্রোর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সর্বশেষ সহিংসতার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তার দপ্তর জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে মাক্রোঁ ‘ক্রমবর্ধমান সহিংসতামূলক কার্যক্রম এড়ানোর ক্ষেত্রে সকলের প্রয়োজনীয়তার কথা স্মরণ করেন।’
বিবৃতিতে আরো বলা হয়, তিনি ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংলাপ ফের শুরু করার ব্যাপারে অবদান রাখার জন্য প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন।’
মাঁক্রো জেরুজালেমের একটি উপসনালয়ের বাইরে শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কথা পুনর্ব্যক্ত করেন। সেখানে ওই হামলায় সাতজন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়।
এদিকে শনিবার জেরুজালেমে আরেকটি ঘটনায় ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালককে আহত হয়। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.