ইসরাইল’র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

(ইসরাইল’র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন দক্ষিণ লেবাননে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।
গতকাল সোমবার (০১ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় গতকালসোমবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে যে একই অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন লেবাননের সীমানার মধ্যে পড়েছে। তবে এটা থেকে কোনো তথ্য হিজবুল্লার হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই।

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর থেকে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা একদিন পর হিজবুল্লার হাতে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। গত রবিবার গাজা উপত্যকার বেথেলহেম পয়েন্টের কাছ থেকে গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করে সেখানকার যোদ্ধারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.