অবশেষে ১৫ ইরানি নাবিককে মুক্তি দিল ভারত

(অবশেষে ১৫ ইরানি নাবিককে মুক্তি দিল ভারত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দেড় বছর কারাগারে আটক থাকার পর অবশেষে ১৫ ইরানি নাবিককে মুক্তি দিয়েছে ভারত। মুক্তি পাওয়ার পর গতকাল সোমবার (০১ ফেব্রুয়ারী) তারা ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ফিরে গেছেন।
ইরানের গণমাধ্যম পার্সটুডে এ খবর নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর প্রধান হামিদ রেজা তুসি জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত সব নাবিক সিস্তান ও বালুচিস্তান প্রদেশের নাগরিক। তারা গতকাল সোমবার প্রদেশের কোনারক শহরে প্রবেশ করেন। সেখান থেকে নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

২০১৯ সালের গ্রীষ্মকালে এসব নাবিককে বহনকারী লঞ্চ নষ্ট হয়ে গেলে তারা ভাসতে ভাসতে ভারতের সমুদ্রসীমায় প্রবেশ করেন। তখন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়। প্রায় দেড় বছর পর তাদেরকে মুক্তি দিল ভারতীয় কর্তৃপক্ষ। (সূত্র: পার্স টুডে)

Comments are closed, but trackbacks and pingbacks are open.