ইরান-ইসরাইল উত্তেজনা: বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের উত্তেজনা বৃহত্তর স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে তুরস্ক। উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৯ এপ্রিল) এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে।
বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে।
মন্ত্রণালয় গুরুত্বারোপ করে বলেছে, গাজায় সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইসফাহান শহরে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটাকে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইরান এটিকে ইসরাইলি হামলা বলেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.