ইরানে খোমেনির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত ইসলামী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে হিজাববিরোধী বিক্ষোভকারীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আগুন দেয়ার ভিডিও।
সংবাদ মাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মারকাজি প্রদেশের খোমেইন শহরে এ ঘটনা ঘটে। তবে আগুনে বাড়িটির ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোমেইন শহরে আয়াতুল্লা খোমেনির পৈতৃক বাড়ির একটি অংশ জ্বলছে। বাড়িতে আগুন লাগলে কিছু মানুষকে উল্লাস করতেও দেখা যায়।
তবে আঞ্চলিক সরকারি কর্তৃপক্ষ অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ১৯৮৯ সালে মারা যাওয়ার পর তার বাড়িটি স্মৃতি জাদুঘরে পরিণত করা হয়।
গেল সেপ্টেম্বরে দেশটিতে হিজাব বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতার ২২ বছরের তরুণী মাশা আমিনি পুলিশ হেফাজতে মারা গেলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানজুড়ে।
হিজাববিরোধী এই বিক্ষোভ এখন রুপ নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.