ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি : ইরানি কর্মকর্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। শুক্রবার (১৯ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে।
শুক্রবার ইস্ফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শব্দ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা।
রয়টার্সের এই প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল, ইসফাহান শহরে ওপর ইসরায়েলের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, স্থানীয় সময় ‘আনুমানিক ভোর ৪ টায়’ ইসফাহান শহরের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে। এরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ‘আকাশে এই ড্রোনগুলোকে ধ্বংস করেছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.