ইরান’র বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেয়ার আহ্বান সৌদি বাদশাহ’র

(ইরান’র বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেয়ার আহ্বান সৌদি বাদশাহ’র–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে এ আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ আহ্বান জানান।

এ সময় সৌদি বাদশাহ বলেন, ‘ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি।’

তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবিলা নিশ্চিত করে।’

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার পর এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে।

এদিকে সৌদি বাদশাহর সর্বশেষ বক্তৃতার প্রতিক্রিয়ায় এখনো কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাদশাহর দেওয়া বক্তব্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে নাকচ করে দেয় তেহরান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.