ইভিএম নিয়ে জাপার প্রার্থীর ক্ষোভ, আশাবাদী জয় পেতে

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট কেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর ২১নং ওয়ার্ডের আলমনগর কলেজ রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা আগেই আশঙ্কা করছিলাম এই ইভিএম নিয়ে। অবশেষে সেটাই সত্য হলো। ভোট দিতে গিয়ে ইভিএম বিকল হয়ে পড়ে। এ কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। পরে তারা টেকনিশিয়ান ডেকে মেরামতের কথা জানিয়েছেন। আমি একজন প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না, যা খুবই দুঃখজনক।’
যদিও ওই ঘটনার ৩০ মিনিট পর ইভিএম মেরামত হলে নিজের ভোট দেন জাতীয় পার্টির এই মেয়রপ্রার্থী। ভোট প্রদান শেষে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, ‘গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে এই ভোট। রংপুরে ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭টি সিসি ক্যামেরা। এগুলোর মাধ্যমে নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে এই ভোট।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.