ইতিহাসে প্রথম ইসরায়েলে নিযুক্ত আমিরাত’র রাষ্ট্রদূত’র শপথ গ্রহণ

(ইতিহাসে প্রথম ইসরায়েলে নিযুক্ত আমিরাত’র রাষ্ট্রদূত’র শপথ গ্রহণ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইল তাদের মাঝে কুটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরাইলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।
গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও গভীরতর করার জন্য আপনাকে কাজ করতে হবে। তিনি বলেন, এ কাজ এমন হতে হবে যাতে আরব আমিরাত ও ইসরাইলের শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি উচ্চকিত হয়।
ইসরাইলও গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নায়েহ নামে একজন কূটনীতিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.