ইতালির বন্যায় প্রাণ গেছে লাখো গবাদি পশুর, ভেসে গেছে বহু খামার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছে লাখো গবাদি পশু। দেশটির একটি প্রাণী অধিকার সংস্থার জরিপে উঠে এসেছে এ তথ্য।
দুর্যোগ কবলিত এলাকাটিতে ঘুরে প্রাণীর মৃত্যুর তথ্য সংগ্রহ করেছে ওই প্রাণী অধিকার সংস্থার। ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে এসব এলাকায়। এছাড়া বন্যায় খামার তলিয়ে মারা গেছে বেশিরভাগ মুরগি, গরু, শূকরের মতো গৃহপালিত প্রাণী। খাবারের অভাবে এখনও প্রাণহানির ঝুঁকিতে রয়েছে অঞ্চলটির তিন লাখের বেশি প্রাণী।
ডিম, দুধ, চিজ, মাংস উৎপাদনের জন্য বিশেষ পরিচিতি রয়েছে ইতালির বন্যা কবলিত উত্তরাঞ্চলের। ফলে সেখানে বিপুল সংখ্যক খামার ছিল। এতে ক্ষয়ক্ষতিও বেড়েছে বহুগুণ। সম্প্রতি ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। (সূত্র: সিএনএন)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.