ইতালিকে গুঁড়িয়ে শেষ ষোলোতে সুইডেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০ বছর আগে মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল সুইডেন। জার্মানির কাছে হেরে সেবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া স্ক্যান্ডিনেভিয়ার দেশটি। দুই দশক আগের আক্ষেপ ঘুচানোর মিশনে এবার সুইডিশ মেয়েরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইতালিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তারা কেটেছে শেষ ষোলোর টিকিট।
জি-গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সুইডেন। সমান খেলায় ইতালি ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যের হিসেবে সাউথ আফ্রিকা তৃতীয় ও আর্জেন্টিনা টেবিলের তলানিতে অবস্থান করছে।
শনিবার ওয়েলিংটনে হওয়া ম্যাচের ৩৯ মিনিটে জোন্না অ্যান্ডারসনের ক্রসে হেডে বল জালে জড়িয়ে সুইডেনকে লিড এনে দেন আমান্ডা ইলেস্টেড।
বিরতিতে যাওয়ার আগে মেয়েদের বিশ্বকাপের সব আসরে খেলা দলটি আরও দুই গোলের দেখা পায়। ৪৪ মিনিটে ফ্রিডোলিনা রোল্ফো করেন লক্ষ্যভেদ। যোগ করা সময়ের প্রথম মিনিটে জালে বল পাঠান স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস।
৫০ মিনিটের মাথায় আবারো জোন্নার ক্রসে বল নিয়ে হেডে নিশানাভেদ করে ম্যাচে জোড়া গোল পান আমান্ডা। খেলা শেষের আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সোফিয়া জ্যাকবসনের হেড পাসে বল পেয়ে বাঁ পায়ে নিশানাভেদ করেন রেবেকা ব্লমকভিস্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.