ইট পরিবহনের আড়ালে ট্রাকবোঝাই অবৈধ কাঠ জব্দ

ফেনী প্রতিনিধি: আজ শনিবার সকালে ফেনীর মহীপাল থেকে ট্রাকভর্তি সেগুন ও গামারী কাঠ জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা।

ইট পরিবহনের আড়ালে ট্রাকটিতে কাঠগুলো ঢাকায় আনছিলো পাচারচক্র।

বনবিভাগ বিটিসি নিউজকে জানায়, ট্রাকে করে সেগুন ও গামারী পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে ইটবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইটের নিচে রাখা ৩০০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ পাওয়া যায়।

তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত করে কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বন কর্মকর্তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.