ইজতেমায় উসকানিমূলক বক্তব্য না দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

ঢাকা প্রতিনিধিআজ বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজের ফলোআপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি প্রথম পর্বে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ইজতেমায় কোনো উসকানিমূলক বক্তব্য যেনো না দেয়ার হয়। উসকানিমূলক কিছু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে সতর্ক করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ উসকানিমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ময়দানে আমাদের সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাবাহিনী সজাগ থাকবেন। মুসল্লিদের সেবার জন্য মন্ত্রী, সাংসদ, এসপিসহ আমরা সকলেই প্রস্তুত আছি।’

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক সমৃদ্ধ, অনেক দক্ষ। আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। কোনো অপপ্রচারও যদি কেউ করে থাকেন তাকে আমরা এখন তাৎক্ষণিক শনাক্ত করতে পারছি। তাই সবাইকে অনুরোধ করব কেউ আপনারা উসকানিমূলক, বিভ্রান্তিমূলক মন্তব্য বা বক্তব্য দেবেন না, সে-টা ফেসবুক হোক আর সম্মুখে হোক। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি রয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.