ইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সোমবার (২৭ মার্চ) তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ক্ইুটো থেকে তিনশ’ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে রোববার রাতে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছেন ২৩ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, হিমবাহের কারনেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছেন। দুর্গত এলাকা থেকে সকল নাগরিককে সরিয়ে আনারও আহ্বান জানান তিনি।
সরকার দুর্গত এলাকায় জাতীয় পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে। বছর শুরুর পর থেকে ইকুয়েডরে প্রবল বর্ষণের কারণে ২২ জন মারা গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.