ইউরো চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা ক্রোয়েশিয়া-বেলজিয়ামের

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। আসর সামনে রেখে লুকা মদ্রিচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। ১৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য কোচ জ্লাৎকো দালিচের। ইউরোর জন্য ২৬ সদস্যের দল দিয়েছে বেলজিয়ামও। দলে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। করোনার কথা মাথায় রেখে ১১ জন বিকল্প ফুটবলারেরও তালিকা প্রস্তুত রেখেছেন কোচ রবার্তো মার্টিনেজ। তবে সুযোগ পাননি ফেল্লাইনি।
২০১৮ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি এখনও বুকে ধারণ করে আছেন ক্রোয়েশিয়ার সমর্থকরা। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলের হারের হয়েছিল স্বপ্নের সলিল সমাধি। তবে বিশ্বকাপে ফরাসি বধে সফল না হলেও, এ আসরের পর অনেকটাই বদলেছে ক্রোয়েশিয়ার ফুটবল। সামনেই ইউরো চ্যাম্পিয়নশিপ। ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও চেকপ্রজাতন্ত্র। ১৩ জুন প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আসর সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। অধিনায়ক হিসেবে আছেন পরীক্ষিত সৈনিক লুকা মদ্রিচ।

এছাড়াও দলে আছেন চেলসির ম্যাতেও কোভাচিচ, ইন্টার মিলানের ইভান পেরিসিচ ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার লভেরিন। নেশন্স কাপসহ সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভাল যায়নি ক্রোয়েশিয়ার। তবে ইউরোতে সে ঘাটতি কাটিয়ে উঠতে পারবে ফুটবলাররা। আশা কোচ জ্লাতকো দালিচের।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, ‘রাশিয়া বিশ্বকাপের ফাইনালের পর আমাদের ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। তরুণদের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। এটা সত্যি সাম্প্রতিক পারফরমেন্স সুখকর নয় দলের। নেশন্স কাপে ভাল করতে পারিনি আমরা। তবে, ইউরোতে সে ঘাটতি পুষিয়ে নিতে পারবে ফুটবলাররা। ইংল্যান্ডকে হারিয়েই আমরা ইউরোর মিশন শুরু করতে চাই। ওদের ওপর আস্থা রয়েছে।’

এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়ামও। দলে অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। ইডেন হ্যাজার্ড, রোমেউ লকুাকু, কেভিন ডি ব্রুইনা, অ্যাক্সেল উইটসেলদের সুযোগ দিয়েছেন কোচ। এছাড়া করোনা মহামারির কথা বিবেচনা করে ১১ সদস্যের স্ট্যান্ডবাই তালিকাও রেখেছেন রেড ডেভিল কোচ। হঠাৎ কেই কেউ করোনায় আক্রান্ত হলে যাতে বিকল্প ফুটবলার নামানো যায়। সে কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ জানান, ‘দলে অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও সুযোগ দেওয়া হয়েছে। এই দলটা নিয়ে আমি বেশ আশাবাদী। গ্রুপে আমাদের প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আশা করছি, ইউরোতে প্রত্যাশিত সাফল্য পাবে দল।’

গ্রুপ বি তে, বেলজিয়ামের তিন প্রতিপক্ষ ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়া। ১২ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর মিশর শুরু হবে রেড ডেভিলদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.