‘ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার জন্য লড়াই করছে ইউক্রেন’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনদের লিয়েন বলেছেন, ইউক্রেনের জনগণ ইউরোপীয় মূল্যবোধ রক্ষা ও স্বাধীনতার জন্য লড়াই করছে। ইইউ’র ঐক্য ধরে রাখার জন্য সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মর্যাদাপূর্ণ শার্লেমেন পুরস্কার পেয়েছেন।
ভনদের লিয়েন বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণ সেই মূল্যবোধ এবং আইনগত বাধ্যবাধকতা রক্ষার জন্য লড়াই করছে। আর এই লড়াই তাকে এমন পুরস্কার এনে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আর এটি করতে গিয়ে তারা আমাদের নিজস্ব স্বাধীনতা এবং আমাদের মূল্যবোধের জন্যও লড়াই করছে। গণতন্ত্র, আইনের শাসন,বাকস্বাধীনতা এবং স্বাধীনতা আপনার নিজের ভাগ্য নির্ধারণ করবে।’ #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.