ইউরোপা লিগের ফাইনালে উঠার লড়াইয়ে ৪ ক্লাব

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগের সেমি ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে জয়ের স্বপ্নে বাজিমাত করতে লড়বে দ্যা হ্যামার্স।
ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৫ মে) রাত ১টায়। একই সঙ্গে আরেক সেমিফাইনালে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে লাইপজিগ।
বার্সেলোনাকে বিদায় করে ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। শীর্ষ চারের প্রথম লেগে তারা ওয়েস্ট হ্যামের মাঠ থেকে জয় নিয়ে ফিরছে। ফাইনালের রেসে আপার হ্যান্ডে থেকেই তাই ম্যাচে মাঠে নামবে তারা।
নির্ভার ম্যাচ হলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না ফ্রাঙ্কফুর্ট।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্ট ন্যু ক্যাম্পে বেশ শক্তভাবেই কুপোকাত করেছিল বার্সেলোনাকে। ক্যাম্প ন্যুকে রীতিমতো সমর্থক দিয়ে ঘিরে ফেলেছিল জার্মান ক্লাবটি। সাদা জার্সিধারীদের প্রতাপে শেষ পর্যন্ত ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ছিটকে পরে কোয়ার্টার ফাইনাল থেকে।
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হ্যামের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্রাঙ্কফুর্ট। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্টহ্যামের পূর্ণ মনোযোগ থাকবে নিজেদের পরবর্তী ম্যাচে। প্রতিপক্ষের সঙ্গে ২-১ ব্যবধান চুকিয়ে ফেললেই ফাইনালে উঠে যাবে দ্যা হ্যামার। যদিও ফ্রাঙ্কফুর্টও ভালো ফর্মেই আছে। কেননা, বার্সাকে তাদের মাঠেই হারিয়ে বীরের বেশে ফিরেছে ঘরে।
বুন্দেসলিগায় বাজে ফর্মে টেবিলের ১১ তে নেমে গিয়েছিল ফ্রাঙ্কফুর্ট। জার্মান লিগে গোলের দিক থেকেও শেষ ছয় ম্যাচে জয়হীন থেকেও এই মৌসুমে ইউরোপা লিগে অপরাজিত আছে গ্লাসনারের দল। ইউরোপা লিগে ওয়েস্টহ্যামের গোল ব্যবধান খুব একটা বেশি না হওয়ায় জয়ের সম্ভাবনা টিকে আছে এখনো। তবে ঘরের মাঠে আজ জয়ের প্রত্যাশা নিয়েই লড়বে জার্মান ক্লাবটি।
এদিকে, সেমিফাইনালে দ্বিতীয় লেগের আরেক ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে লিপজিগ। গ্ল্যাসগোতে ম্যাচটিতে দু’দলেরই প্রত্যাশা থাকবে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ার। কেননা, বুন্দেসলিগায় লিপজিগের অবস্থান বেশ ভালো। ৩২ ম্যাচ খেলে ১৬ জয় নিয়ে পয়েন্ট তালিকায় আছে পাঁচে। শেষ ম্যাচের ১-০ ব্যবধান চুকিয়ে নিতে আজ মরিয়া হয়ে লড়বে রেঞ্জার্স। তবে লিপজিগও চাইবে নিজেদের অপরাজিত রেখে ফাইনালের মঞ্চে উঠতে। তাই দু’দলেরই মনোযোগ থাকবে জয় পাওয়ার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.