ইউক্রেন যুদ্ধ কয়েক বছর পর্যন্ত চলতে পারে : ন্যাটো

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনকে জোটের সদস্যপদ প্রার্থী করে নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুপারিশের পর দেশটির বিভিন্ন অংশে রুশ আক্রমণের তীব্রতা আরও বেড়েছে। দেশটিতে এ যুদ্ধ কয়েক বছর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টল্টেনবার্গ।
সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র পেলে পূর্বাঞ্চলীয় দনবাসকে রাশিয়ার কবল থেকে মুক্ত করতে ইউক্রেনীয় বাহিনীর সুযোগ বাড়বে। স্টল্টেনবার্গ এমনটাই বলেছেন বলে জার্মান বিল্ড এম সনটাগ পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘এটা (যুদ্ধ) কয়েক বছর চলতে পারে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করতে পারি না আমরা, চড়া মূল্য দিলেও না। কেবল সামরিক সহায়তায় নয়, জ্বালানি এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ার মধ্য দিয়েও মূল্য চুকাতে হতে পারে আমাদের,’ বলেছেন ন্যাটোপ্রধান।
এর আগে শুক্রবার কিয়েভ সফর করা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সানডে টাইমসে লেখা এক নিবন্ধেও ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
এজন্য ইউক্রেন যেন ‘দখলদারদের’ তুলনায় দ্রুতগতিতে অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ ও প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।
‘সময় খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সবকিছুই নির্ভর করছে ইউক্রেন তাদের নিজেদের ভূখণ্ড রক্ষার সক্ষমতা রাশিয়ার আক্রমণ ক্ষমতা নবায়নের চেয়ে দ্রুতগতিতে জোরদার করতে পারে কি-না তার ওপর,’ লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
শুক্রবার ইউরোপিয়ান কমিশন ইউক্রেনকে ইইউ-র প্রার্থী সদস্যপদ দেওয়ার যে সুপারিশ করেছে, তা কিয়েভকে খানিকটা উদ্দীপ্ত করলেও জোটের পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে দেশটির কয়েক বছরও লেগে যেতে পারে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.