ইউক্রেনে নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত দক্ষিণ ইউক্রেনের অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে, রুশ বাহিনীর এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিশেষজ্ঞদের অর্থ দিয়েছে ওই প্রতিবেদন তৈরির জন্য।
একটি বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীরা জানিয়েছেন যে ৪৩ শতাংশ বন্দি কারাগারে নির্যাতনের কথা উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, যৌন সহিংসতাকে রাশিয়ান রক্ষীরা একটি সাধারণ কৌশল হিসেবে ব্যবহার করে থাকে।
মোবাইল জাস্টিস টিমের ভাষ্য— এখন সংশ্লিষ্ট উচ্চস্তরের রুশ অপরাধীদের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার করা যেতে পারে। কারণ এ আদালতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে চেয়েছে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.