ইউক্রেনে আরও এক রুশ জেনারেল নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে রাশিয়ার আরও একজন জেনারেল নিহত হয়েছেন। রোববার রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
টেলিগ্রামে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির প্রতিবেদক আলেকজান্ডার স্লাদকোভের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে রাশিয়ার মেজর জেনারেল রোমান কুতুজোভ নিহত হওয়ার কথা বলা হলেও তিনি কোথায় ও কখন নিহত হয়েছেন, তা জানানো হয়নি।
সামরিক বাহিনীর মৃত্যুর খবর রাশিয়ার কাছে একটি রাষ্ট্রীয় গোপন বিষয়। তবে যুদ্ধের কারণে এই তথ্য প্রকাশ্যে এনেছে ক্রেমলিন। সেই সাথে মস্কো জানায়, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের পর রাশিয়ার ১ হাজার ৩৫১ সেনা নিহত হয়েছেন।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে এবিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রথমে কিয়েভে হামলা করেছিল রাশিয়া। সেখানে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পিছু হটে তারা। এরপর পূর্বাঞ্চলে হামলা জোরদার করে। পুর্বাঞ্চলের ডনবাসের নিয়ন্ত্রণ নিতে এখন মরিয়া রাশিয়া। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.