‘ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে পুতিন-এরদোগানের আলোচনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর শুক্রবার জানিয়েছে, ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
দুই নেতার আলোচনার মধ্যে ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে’। বিবৃতিতে বলেছে প্রেসিডেন্সিয়াল দপ্তর। 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত  করেছেন ‘ইউক্রেন ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান যা সকলের জন্যই ভালো হবে’ এমন একটি সমাধান খুঁজে বের করতে তুরস্ক প্রস্তুত আছে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দুই দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক বজায় রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোতে যোগ দেননি তিনি। এর বদলে শান্তিদূত হিসেবে কাজ করার চেষ্টা করছেন।
এরদোগানের মধ্যস্থতায় জুলাইয়ে রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি করে ইউক্রেন। এরপর ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্যগুলো বের হওয়ার সুযোগ তৈরি হয়। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.