কয়েকটি গ্রাম দখল করার দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনারা বলেছে, দোনেৎস্কের কিছু অঞ্চল দখল করেছে তারা। ইউক্রেনের সেনাবাহিনীর অব্যাহত সফল পাল্টা আক্রমণ চলার মধ্যে এ প্রথম কোনো অঞ্চল দখল করার দাবি করেছে রাশিয়া।
দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা বলেছে, ইউক্রেনের দখলে থাকা বাণিজ্যিক শহর বাখমুতের আশপাশের কিছু গ্রাম দখল করেছে তারা। বাখমুতে টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
কয়েকটি গ্রাম দখলের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীর বলেছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অঞ্চলে, দোনেৎস্ক ও লুহানেস্কের সেনাদের একটি দল, রাশিয়ার সেনাদের সহায়তায় ওত্রাদোভকা, ভেসেলায়া দোলিনা এবং জাতিতসোভোকে স্বাধীন করেছে।
দোনেৎস্কের বাখমুত শহরটি দখল করতে দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে রুশ সেনারা। তবে সেখানে শক্ত ঘাঁটি গেড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনারা। (সূত্র: আল জাজিরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.