ইউক্রেনের বন্দিদশা থেকে ৫০ রুশ সেনার মুক্তি : রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রুশ সেনাবাহিনীর গ্রেফতারকৃত ৫০ সদস্যকে মুক্তি দিয়েছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রাশিয়ান সংবাদ সংস্থা তাস।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশ প্রধান জানান, ইউক্রেনের ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। তবে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। বুধবার (২৩ নভেম্বর) দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অন্তত ৭০টি হামলা চালানো হয়।
হামলায় ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আবারও বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়।
অন্যদিকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু এক টুইটার পোস্টে লিখেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ বাহিনীর হামলার পর মলদোভার অর্ধেকের বেশি এলাকা অন্ধাকারাছন্ন হয়ে আছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। পুতিন ইতোমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করেছেন। যদিও খেরসনকে দখল মুক্ত করেছে ইউক্রেনের বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.