ইউক্রেনের বন্দরনগরী বারদিয়ানস্ক রুশ সেনাদের ‘নিয়ন্ত্রণে’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইউক্রেনের উপকূলীয় শহর বারদিয়ানস্ক এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন শহরটির মেয়র।
বারদিয়ানস্কের মেয়র আলেকজান্ডার সভিডলো ফেসবুকে ভিডিও পোস্ট করে বলেছেন, স্থানীয় সময় গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ রুশ সৈন্যরা শহরে ঢুকে। এবং কিছুক্ষণ পরেই তাদের শহরের কেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা যায়।
এরপর রুশ সৈন্যরা রাত ৮টার দিকে সিটি হল দখলে নেয়।
মেয়র আলেকজান্ডার সভিডলো বলেন, ‘রুশ বাহিনী আমাদের জানায়—শহরের সব প্রশাসনিক ভবন এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনের নিয়ন্ত্রণ নিচ্ছে।’
‘এরপর আমরা সবাই কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করি’, যোগ করেন মেয়র।
কৃষ্ণ সাগর তীরবর্তী শহরটিতে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। শহরটিতে প্রায় এক লাখ ইউক্রেনীয়র বসবাস। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.